সোয়েব সাঈদ:
রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের অতি দূর্গম জনপদে প্রতিষ্ঠিত ব্যাংডেবা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছ।
শনিবার (৮এপ্রিল) বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ব্যাংডেবা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইউপি সদস্য মো. জসিমুল ইসলাম।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মৌলানা হামিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সোয়েব সাঈদ, ব্যাংডেবা বিট কর্মকর্তা সুলতান মহিউদ্দিন আহমদ, জোয়ারিয়ানালা এইচএম সাঁচি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবুল হোসাইন ও মো. বেদারুল আলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ব্যাংডেবা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছুরুত আলম। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আলী আকবর, আলী আহমদ, মো. মনজুর আলম, সহকারি শিক্ষক রাশেদা বেগম, মরিয়ম বেগম, জহিরুল হক ও হুমায়ন রশিদ, স্থানীয় জামে মসজিদের ইমাম মৌলভী মোহাম্মদ ইলিয়াছ, সমাজসেবক ফরিদুল আলম, মতিউর রহমান, বন বিভাগের কর্মচারি মো. ফরহাদ হোসেন, শহীদুল ইসলাম সোহাগসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পরে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অতিথি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।