আমাদের রামু প্রতিবেদক:
কক্সবাজারের রামুতে সন্ত্রাস, জঙ্গি ও মাদক বিরোধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (১৩ এপ্রিল) বিকাল তিনটায় রামু চৌমুহনী স্টেশন চত্বরে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ সাইমুম সরওয়ার কমল। তিনি বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ড বাধাগ্রস্ত করতে বিএনপি জামায়াত জোট দেশে বোমা হামলা, সন্ত্রাস, নাশকতা পথ বেছে নিয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এসব দৃষ্কৃতিকারিদের কঠোরভাবে দমন করা হবে। রামুতেও পহেলা নববর্ষের অনুষ্ঠানে বোমা হামলার পরিকল্পনা নেয়া হয়েছিলো। কিন্তু সেই পরিকল্পনাকারিদের অন্যতম হোতা এখন পুলিশের কাছে ধরা পড়েছে। এধরনের সন্ত্রাসী অপকর্মে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম।
সমাবেশের শুরুতে বিগত নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মো. ইসমাঈল নোমান এবং কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির সহ সভাপতি নুরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে আওয়ামীলীগে যোগদান করেন।
এ সমাবেশে জনপ্রতিনিধি এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।