প্রজ্ঞানন্দ ভিক্ষু:
কক্সবাজারের রামুতে সংঘদান ও অষ্ট-উপকরণ দানসভা অনুষ্ঠিত হয়েছে।
রামু উপজেলার হাইটুপি গ্রামে স্থানীয় ‘বৌদ্ধ মৈত্রী মহিলা সংসদ’ নামে একটি মহিলা পরিষদ উক্ত দানানুষ্ঠানের আয়োজন করেছে।
সকাল ১০টায় অনুষ্ঠিত উক্ত দানসভায় সভাপতির আসন অলংকৃত করেন একুশে পদকে ভূষিত, রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ, উপসংঘরাজ ভদন্ত সত্যপ্রিয় মহাথের।প্রধান অতিথি ছিলেন চেরাংঘাটাস্থ বড় ক্যাং এর অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাদ্বীপ মহাথের। প্রধান ধর্মদেশকের ধর্মদেশনা দান করেন উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত করুণাশ্রী মহাথের। বিশেষ ধর্মদেশকের ধর্মদেশনা দান করেন চাকমারকুল অজন্তা বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞামুদিতা ভিক্ষু।
এছাড়াও অনুষ্ঠানে আরো অন্যান্য ভিক্ষুসংঘ উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্র জানায়, বাংলা নববর্ষকে বরণ এবং সার্বিক মঙ্গল কামনায় প্রতি বছর এই পুণ্যানুষ্ঠানের আয়োজন করে বৌদ্ধ মৈত্রী মহিলা সংসদ।আগামীতেও এই ধারাবাহিকতা বজায় রাখা হবে।