সোয়েব সাঈদ, রামু।
রামুতে অগ্নিকান্ডে ৬ টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহষ্পতিবার ১৭ মার্চ বেলা ১২টায় উপজেলার বাইপাস এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পার্শ্ববর্তী দারুচ্ছালাম মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সাথে কথা বলে জানা গেছে, ওই মার্কেটের নুরুল কবিরের কাগজের গুদাম থেকে আগুনের সূত্রপাত হলে তা দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
আগুনের শিখা দেখে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে প্রাণপন চেষ্টা শুরু করে। আধঘন্টা পর কক্সবাজার ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে জনতার সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ৬টি দোকান সম্পূর্ণভাবে ভস্মিভূত হয়ে যায়।
এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িরা হলেন, ভাঙ্গারির দোকান মালিক নুরুল কবির, কিরণ শর্মার মোটর পার্টস এর দোকান, ওয়ার্কশপ মালিক আহসান হাবিব ও সুশীল বড়ুয়ার দোকান।
খবর পেয়ে রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম ও উপজেলা নির্বাহী অফিসার সেলিনা কাজী অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেন।