হাফিজুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার
আমাদের রামু ডটকম :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার সেই চিঠির বাস্তবায়ন হলো অবশেষে। এর ফলে উপজেলার দোছড়ি ও বাইশারী ইউনিয়ন পরিষদের “নির্বাচনী ক্ষণ গণনা” শুরু হয়েছে।
আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এ দুই ইউনিয়ন পরিষদের নির্বাচন। এরই মধ্যে প্রার্থীরা ব্যস্ত হয়ে পড়েছেন। ভোটারদের ধারে ধারে যাচ্ছেন সম্ভাব্য প্রার্থী ও তাদের স্বজনরা।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, দোছড়ি ও বাইশারী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে ২৭ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। বাছাই ২৯ ও ৩০ মার্চ এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় রয়েছে ৬ এপ্রিল পর্যন্ত।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম শাহেদুল ইসলাম আমাদের রামুকে বলেন, ইতোমধ্যে নির্বাচন পরিচালনা করার জন্য দুই জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এরা হলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহম্মেদ ও উপজেলা নির্বাচন কর্মকর্তা উদয় নারায়ণ ত্রিপুরা। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে জানিয়ে তিনি বলেন, যেকোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন প্রস্তুত রয়েছে।
উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ির দোছড়ি ও বাইশারী ইউনিয়ন পরিষদের নির্বাচনের সময়কাল আগামী ২৮ মে নির্ধারণ পূর্বক নির্বাচন কমিশন সচিবালয়ে প্রস্তাবনা পাঠিয়েছিল বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তা। এর পর পরই উল্লেখিত মাসে নির্বাচন করা হলে সুষ্ঠু নির্বাচনের নিমিত্তে নির্বাচন কেন্দ্র সমূহে নিরাপত্তা বাহিনী ও নির্বাচনী কর্মকর্তাদের প্রেরণ করা সম্ভব হবে না বলে জানানোর পাশাপাশি ভয়াবহ বন্যাসহ নানা শঙ্কার কথা উল্লেখ করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএসএম শাহেদুল ইসলাম নির্বাচন কমিশন সচিবালয়ে একটি চিঠি দেন। ওই চিঠিতে মে মাসের পরিবর্তে এপ্রিল মাসে নির্বাচনের সময়কাল পরিবর্তন করা আবশ্যক বলে মত দিয়েছিলেন তিনি।