সাইফুদ্দিন শিমুল:
সাহিত্য পিতা মহাকবি আলাওয়ালের রাজসভা থেকে বলছি,
ষোলো হাজার বর্গমাইল ব্যাপী মুসলিম রাষ্ট্রের ইতিবৃত্ত
মহাবীর সোলাইমান খান এর রাজত্ব ১৪৩০ খ্রিষ্টাব্দ।
সাড়ে তিনশত বছর মুসলিম শাসনীয় অসাম্প্রদায়িক
রাজত্ব বাঙ্গালির রাজত্বকাল
তখনও ছিল স্বাধীন ভূখন্ড
চাটগাঁইয়া সাহিত্য, ভারতবর্ষীয় ঐতিহ্য, আরাকান রাজ সভায় লালিত হত
বাংলা সাহিত্যিক দেশবিখ্যাত বনিকের অবাধ বানিজ্য ক্ষেত্র
নব রাষ্ট্রিক রোহাং নাম পরিচয় অর্থ জগৎ খ্যাতি সুনাম।
সতেরশো সাল বাঙ্গালির স্বাধীনতা হরণ কাল
সিরাজ চেয়েছিল আরাকান হয়ে নতুন প্রতিরোধ
স্বপ্ন ভাঙ্গিল মুর্শিদাবাদের পীর ইংরেজ দূত।
নজর পড়িল বাঙ্গালির শেষ রাজ্যাংশে
১৭৮৪ সালে ইংরেজচক্র সৃষ্ট বর্মি রাজা “বুদাপায়া” বর্বরোচিত হামলা শুরু হল
আরাকান জুড়ে হাজার হাজার যুদ্ধা শহীদ হল
আরাকান মায়ের কোলে সাড়ে তিনশত বছরের ইসলামী কৃষ্টি, স্থাপত্য
গুড়িয়ে দিল অত্যাচারী রাজা বুদাপায়া।
শেষ মোগল সম্রাট নজরবন্দি হল
আরাকান ইংরেজ বেষ্টিত মোগল পতনশীল অকাতরে
ঘাতকের হাতে প্রাণ হারাল সম্রাট জাফর শাহ,
গোপনীয়তায় সমাহিত আজ সেই সমাধি জীবন্তিকা।
ঝাঁক ঝাঁক বাঙ্গালি- কি হিন্দু, কি মুসলমান শরণার্থী সাগরে ভাসমান,
কোথায় হবে বসত বাঙ্গালির ?
অার্তনাদ শুনিয়াছে ইংরেজ রাণী
ইংরেজ রাজদূত ক্যাপ্টেন আসিয়া ঘোষনা করিল বাণী।
আদেশ হইল সকল বিতাড়িত বাঙ্গালির বঙ্গোপসাগরীয় তট
বিস্তৃত পাহাড়ি পার্বত্যভূমি হবে বসতি।
সেই থেকে মুছে গেল স্বাধীন আরাকানী বাঙ্গালি জাতি।