রামু প্রতিনিধি:
রামু উপজেলা নির্বাহী অফিসার সেলিনা কাজী বলেছেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামে শুধু নেতৃত্বই দেননি, বরং তিনি এদেশের জনমনে ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি ও নৈতিক চরিত্রবান করে গড়ে তোলার মহান লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন।
রামু উপজেলা নির্বাহী অফিসার সেলিনা কাজী বলেছেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামে শুধু নেতৃত্বই দেননি, বরং তিনি এদেশের জনমনে ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি ও নৈতিক চরিত্রবান করে গড়ে তোলার মহান লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন।
তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই ধারাবাহিকতায় মসজিদ ভিত্তিক শিক্ষার জন্য দেড় হাজার কোটি টাকা বরাদ্ধ দিয়ে ইসলামের প্রকৃত আদর্শ প্রচার-প্রসারে যে যুগান্তকারি ভূমিকা রেখেছেন তা সত্যিই দৃষ্টান্তমূলক।
রামুতে ইসলামিক ফাউন্ডেশন ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ফতেখাঁরকুল ইউনিয়নের ২০১৫ শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার ২২ মার্চ সকাল ১০ টায় রামু উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইসলামিক ফাউন্ডেশন রামু উপজেলার দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সুপারভাইজার মো. সাইফুদ্দিন খালেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু প্রেস ক্লাব সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম সেলিম, রামু প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক কক্সবাজার এর স্টাফ রিপোর্টার সোয়েব সাঈদ, রামু বাজার জামে মসজিদের খতিব মাওলানা আমানুল হক প্রমূখ।
ইসলামিক ফাউন্ডেশন রামু মডেল কেয়ারটেকার আবু বকর ছিদ্দিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেলিনা কাজী ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন সকল শিক্ষক, শিক্ষার্থীদের বিদ্যা অর্জনের পাশাপাশি যৌতুক, বাল্যবিয়ে, মাদক, মানবপাচার ও জঙ্গিবাদ সহ সকল অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে স্বোচ্ছার হওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার হিসেবে পবিত্র কোরআন শরীফ ও সনদ বিতরণ করেন।
অনুষ্ঠানে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের মধ্যে ফারুক আহমদ, আবু বকর ছিদ্দিক, একরামুল হক, ওবাইদুল আকবর, রিদুয়ানুল হক, হাফেজ মো. শাহজাহান, মোহাম্মদ শাহজাহান, আবদুল খালেক, আতাউল হক, মিজান উল্লাহ, রিয়াজ উদ্দিন, আমিনুল হক, আজিজুল হক, জয়নাল আবেদিন প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি, ইফার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সহ সর্বস্তুরের মানুষের অংশগ্রহনের একটি র্যালী উপজেলা পরিষদ সংলগ্ন সড়ক প্রদক্ষিন করে। এছাড়া রামুর ১১টি ইউনিয়নে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য সকাল ১০ টা হতে ঢাকা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে মাননীয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠান মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে অনুষ্ঠানে আসা অতিথি, ইফার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকদের সরাসরি সম্প্রচার করা হয়।