শহিদুল ইসলাম, উখিয়া।
কক্সবাজারের উখিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পালং আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। ১১ জন প্রার্থী তুমুল প্রতিদন্ধিতার মধ্য দিয়ে অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভ করেছেন অভিভাবক প্রতিনিধি পদে আবুল হাসনাত প্রঃ আবুলু, হাসান জামান রাজু, সাকের উদ্দীন সাগর, মোঃ আলমগীর, মহিলা অভিভাবক প্রতিনিধি ছেনুয়ারা বেগম, শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন কায়সার উদ্দিন ও মাষ্টার খাইরুল বশর।
দাতা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, সাবেক প্রধান শিক্ষক ফরিদ আহমদ চৌধুরী। সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি পদে বিনা প্রতিদন্ধিতায় খুরশিদা নির্বাচিত হয়।
দীর্ঘ ৮ বছর পর ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের ভোট অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। এমনকি স্থানীয় ইউপি ও সংসদ নির্বাচনের মত ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
প্রিসাইডিং অফিসার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম মিয়া বলেন, নির্বাচন সুষ্ঠ হয়েছে। সকাল থেকে শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার পর ফলাফল ঘোষনা করা হয়।