শহিদুল ইসলাম, উখিয়া।
কক্সবাজারের উখিয়া উপজেলার পশ্চিম হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দ হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়ের করেছে একই স্কুলের ৫ম শ্রেণির এক ছাত্রী।
২৪ মার্চ বৃহস্পতিবার উপজেলা শিক্ষা অফিসার বরাবর এ অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগকারী রশিদ আহামদের মেয়ে পশ্চিম হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী জোবাইদা বেগম।
অভিযোগে জানা গেছে, প্রধান শিক্ষক ছৈয়দ হোসেন দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ছাত্রীদের যৌন হযরানি করে যাচ্ছেন। এতে ক্লাসের অন্যান্য ছাত্রীরা উক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদ করলে তিনি উপবৃত্তি বন্ধসহ পরীক্ষায় ফেল করানোর হুমকি দেন।
এ বিষয়গুলো স্কুল কমিটিকে জানালেও তারা কোন ব্যবস্থা গ্রহন করেননি।
প্রধান শিক্ষক ছৈয়দ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি আমাদের রামু কে বলেন, এটা আমার বিরুদ্ধে একটা পরিকল্পিত ষড়যন্ত্র।