সুমন রাজ বড়ুয়া, কুয়েত হতে:
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে অবস্হানরত বৌদ্ধদের বৃহওম ধর্মীয় সংগঠন “বাংলাদেশী বৌদ্ধ সমিতি, কুয়েত” এর উদ্যোগে গত ১২ ই মে ২০১৭ ইংরেজী রোজ শুক্রবার “শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন -২৫৬১ বুদ্ধাব্দ সহ- সাংগঠনিক সম্পাদক লিটন বড়ুয়া’র হিজিলস্থ বাসায় বুদ্ধ পূজা ও সীবলী পূজা, সমবেত প্রার্থনা সহ সারাবিশ্বের মঙ্গল কামনায় এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় সকাল ১০ঘটিকায়।
এতে সমবেত প্রার্থনা ও পূজা উৎসর্গ পরিচালনা করেন প্রধান উপদেষ্টা সন্তোষ বড়ুয়া। প্রবীন সংগঠনক উপদেষ্টা দেবপূর্ণ বড়ুয়ার সভাপতিত্বে দুপুর ১২ ঘটিকায় ধর্মীয় আলোচনা অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্টাতা সাঃ সম্পাদক তাপস কান্তি বড়ুয়া, বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা দুলাল বড়ুয়া। উদ্ধোধনী ও স্বাগত বক্তব্য রাখেন যথাক্রমে সভাপতি/ সাঃ সম্পাদক -অশোক কুমার বড়ুয়া ও বিনয় প্রসাদ বড়ুয়া।
প্রচার সম্পাদক বাবুল বড়ুয়া,র সঞ্চলনায় ধর্মীয় আলোচনায় অংশ নেন সাংগঠনিক সম্পাদক স্বপন বড়ুয়া, উওম বড়ুয়া, লিটন বড়ুয়া, সরোজ বড়ুয়া, চন্দন বড়ুয়া,রুবেল বড়ুয়া, দীপন বড়ুয়া সুমন রাজ বড়ুয়া।
অন্যদের মাঝে উপস্হিত ছিলেন নরেশ বড়ুয়া,উর্মী বড়ুয়া, মেঘা বড়ুয়া,সংঘতরু বড়ুয়া, মন্জন বড়ুয়া সুভাষ বড়ুয়া,কৌশিক বড়ুয়া,দোলন বড়ুয়া, রুপায়ন বড়ুয়া, স্বদেশ বড়ুয়া, মিলন বড়ুয়া, সজল বড়ুয়া, রয়েল বড়ুয়া প্রমুখ সদস্যবৃন্দ।
সমিতির অধিকাংশ সদস্যদের উপস্হিতে এক মিলন মেলায় পরিনত হয়, একে অপরের সাথে বুদ্ধ পূর্ণিমা শুভেচ্ছা বিনিময় করেন।
সভায় বক্তরা বলেন- অহিংসা পরম ধর্ম নীতিতে সম্প্রতির বন্ধনে সমৃদ্ধির পথে বাংলাদেশ এগিয়ে চলুক।সকল মিথ্যাচার নিপাত যাক সত্য মুক্তি পাক।
সুচাররূপে বুদ্ধ পূর্ণিমা উদযাপন করার জন্য ও উপস্হিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ বক্তব্য রাখেন সহ -ধর্মীয় সম্পাদক উওম বড়ুয়া।
পরিশেষ এক প্রীতি মধ্যান্ন ভোজের আয়োজন করেন।