নিজস্ব প্রতিনিধি,কুতুবদিয়া।
কুতুবদিয়ায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। সরকারি ভবনে আলোকসজ্জা করা হয়। বিভিন সরকারি -বেসরকারি,ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে নির্বাহী কর্মকর্তা সালেহীন তানভীর গাজী‘র নেতৃত্বে উপজেলা প্রশাসন,থানার অফিসার ইনচার্জ অং সা থোয়াই‘র নেতৃত্বে পুলিশ প্রশাসন,বড়ঘোপ ইউপি‘র নব নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী,উপজেলা সভাপতি আওরঙ্গজেব মাতবর,সেক্রেটারী আলী আকবর ডেইল ইউপি‘র নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছাফা সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন,মুক্তিযোদ্ধা কমান্ড,বিএনপি,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি,৩য় ও ৪র্থ শ্রেণি কর্মচারি ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকালে বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠে উপজেলা প্রশাসন আয়োজন করে বিভিন্ন কর্মসূচি। আনুষ্ঠানিক পতাকা উত্তোলন,পুলিশ,আনসার,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন করা হয়। সংক্ষিপ্ত আলোচনা সভা,মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও পুরুষ্কার প্রদান করা হয়।
বিকালে উপজেলা প্রশাসন অফিসার্স ক্লাব মাঠে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান‘র আয়োজন করেন।
এ ছাড়া বিকালে আওয়ামীলীগ কুতুবদিয়া হাই স্কুল মাঠে আলোচনা সভার আয়োজন করে। উপজেলা আ‘লীগ সভাপতি আওরঙ্গজেব মাতবরের সভাপতিত্বে সভায় আওয়ামীলগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
জেলা পরিষদ ডাকবাংলো মাঠে উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের পক্ষ থেকে আলোচন সভার আয়োজন করে। সভায় আলী আকবর ডেইল ইউনিয়ন সভাপতি ফিরোজ খান চৌধুরীর সভাপতিত্বে স্থানীয় বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।