মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা ও সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা রুখে দাঁড়াতে ফেনীতে সম্মিলিত সাংস্কৃতিক জোট অবস্থান ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে । শহরের ট্রাংক রোডে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শনিবার এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি শেষে এক সমাবেশে জেলা সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক সমরজিৎ দাস টুটুল সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তব্য রাখেন জোটের জেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক সমর কুমার দেবনাথ, সাংগঠনিক সম্পাদক এম এফ রহমান মিলন, উত্তম দেবনাথ, সদস্য অ্যাডভোকেট সাইফুদ্দিন শাহীন, বাপ্পী পোদ্দার, নারায়ন নাগ, পৃথ্বিরাজ চক্রবর্তী, আবৃত্তি সংসদের মনিকা রায়, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার মো. মামুন ও শাকিলা হোসেন, এখলাস উদ্দিন খোন্দকার বাবলু, শান্তি রঞ্জন চৌধুরী, হুমায়ুন মজুমদার, মিরান উদ্দিন আলফা, রবীন্দ্র সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক ও প্রধান প্রশিক্ষক অরূপ দত্ত প্রমুখ।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে আর্য সাংস্কৃতিক কেন্দ্র, পূবালি সাংস্কৃতিক কেন্দ্র, কিশোর থিয়েটার, ফেনী থিয়েটার, সংলাগ নাট্যগোষ্ঠী, জাগরণী সাংস্কৃতিক কেন্দ্র, অনুরণন আবৃত্তি চর্চা কেন্দ্র, আবৃত্তি সংসদ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, পঞ্চবটী সাংস্কৃতিক কেন্দ্র, ফেনী নাট্যগোষ্ঠী, ফেনী আর্ট স্কুল, শিল্পতীর্থ, সংগীত নিকেতন ও চারুগৃহসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পী-কুশলীবৃন্দ।