প্রেস বিজ্ঞপ্তি:
নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম কলেজের গভর্নিংবডির শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে অধ্যাপক নীলোৎপল বড়ুয়া, অধ্যাপক জসিম উদ্দিন ও অধ্যাপক রাবেয়া ফেরদৌসী সিদ্দিকা নির্বাচিত হয়েছে।
শনিবার (৩ জুন) সকালে নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম কলেজে গভর্নিংবডির শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ ও আ ম রফিকুল ইসলাম ও উপাধ্যক্ষ বশির আহমদ নিবার্চন কমিশনার হসেবে দায়িত্ব পালন করেন। ওই কলেজের ২৬ জন শিক্ষক গোপন ব্যালেটের মাধ্যমে এ নিবার্চনের ভোট প্রদান করেন।
বিগত গভর্নিংবডির শিক্ষক প্রতিনিধির সদস্য পদের মেয়াদ শেষ হলে, পুনরায় ভোট গ্রহণের মাধ্যমে শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। কলেজের গভর্নিংবডির সভাপতির দায়িত্বে আছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
ইতিমধ্যে কলেজটি সরকারিকরণ প্রক্রীয়ার অংশ হিসেবে ডিড অব গিফ্ট সম্পন্ন হয়েছে।