শহিদুল ইসলাম, উখিয়া।
উখিয়া খাদ্য অধিদপ্তরের উদ্যোগে ৩টি কেন্দ্রে ওএমএস’র চাউল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গ্রামের দরিদ্র জনগোষ্ঠী এ ওএমএস’র আওতাভূক্ত হবে বলে জানা গেছে। জনপ্রতি ৫ কেজি ১৫ টাকা হারে সল্প মূল্যে এ চাউল বিতরণ পদক্ষেপ অত্যন্ত প্রসংশনীয় উদ্যোগ।
প্রতিদিন ৬শ জন লোক চাউল বিতরণের কিংবা ওএমএস’র আওতায় আসায় অনেকটা অভাব মোচন হচ্ছে। এরমধ্যে উখিয়া সদর কেন্দ্র, ফলিয়াপাড়া কেন্দ্র ও মহিলা কলেজ সংলগ্ন কেন্দ্রে প্রতি দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ওএমএস সুবিধা প্রদান করে আসছে সংশ্লিষ্ট ডিলাররা।
হাসান সওদাগর জানান, পর্যাপ্ত পরিমাণ ওএমএস’র বরাদ্দ না থাকায় অনেকেই চাউল দিতে পারছিনা।
মোস্তফা কামাল বলেন, আমার কেন্দ্রে লোকজন বেশি, তাই তাড়াতাড়ি চাউল শেষ হয়ে যায়।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, সরকারের এ উদ্যোগ গরীব মানুষের জন্য খুবই উপকারে আসবে। ওএমএস কার্যক্রমের সঠিক বাস্তবায়ন হলে এতদাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠী খাদ্যে ব্যাপক সুফল ভোগ করবে।