লাইফস্টাইল ডেস্ক:
ডাবের পানির রয়েছে বেশকিছু উপকারিতা। আমরা যদি বাইরের খাবার বর্জন করে ঘরের খাবার খাই ও পানীয় হিসেবে ডাবের পানি পান করি তা হবে আমাদের শরীরের জন্য খুব উপকারী। ডাবের পানির উপকারিতা অনেক, এটি সাহায্য করে অনেক রোগ নিরাময় করতে। জেনে নিন ডাবের পানির ব্যাবহার সম্পর্কে। এই ঋতুতে প্রতিদিন ডাবের পানি আপনাকে রাখতে পারে সুস্থ, সতেজ ও চনমনে।
গরমে হাইড্রেশনের সমস্যায় ডাবের পানি কার্যকারী ভূমিকা পালন করে।
ডাবের পানি কলেরা প্রতিরোধ বা উপশমে কাজ করে।
ডাবের পানি হজমশক্তি বৃদ্ধি করে।
ব্যায়ামের পর ডাবের পানি পান করলে শরীরের ফ্লুইডের ভারসাম্য বজায় থাকে।
ঘামাচি, ত্বক পুড়ে গেলে বা র্যাশের সমস্যায় ডাবের পানি লাগালে আরাম পাবেন।
ডাবের পানি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।
ব্লাড সার্কুলেশন ভালো করতে ডাবের পানি উপকারী।
ডাবের পানি গ্রোথ বাড়াতে সাহায্য করে। এটি বদহজম দূর করে।
কোলাইটিস, গ্যাসট্রিক, আলসার, ডিসেন্ট্রি ও পাইলসের সমস্যায় কাজে দেয়।
ঘন ঘন বমি হলে ডাবের পানি ওষুধ হিসেবে ব্যবহার করা যেতে পারে।
ডাবের পানিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। যা আমাদের শরীরের জন্য উপকারী।
কিডনীতে পাথর সমস্যা দূর করতে ডাবের পানি ঔষুধ হিসেবে কাজ করে।