হাফিজুল ইসলাম চৌধুরী :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী শপথ নিয়েছেন।
বৃহস্পতিবার (২২জুন) বেলা ১২টায় বান্দরবান জেলা প্রশাসক সম্মেলনকক্ষে তাঁকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বান্দরবান ৩০০ আসনের সাংসদ বীর বাহাদুর উশৈসিং।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো.নুরুল আবছার, পৌরসভার মেয়র মো.ইসলাম বেবী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.হারুন-অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু, লক্ষীপদ দাশ, ক্যউচিং চাক, মোস্তফা জামাল, ¤্রাসা খেয়াং, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন চৌধুরী প্রমূখ।
শপথগ্রহণ শেষে তসলিম ইকবাল চৌধুরী বীর বাহাদুরের পা ছুঁয়ে সালাম করে দোয়া নেন এবং প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার তসলিম ইকবাল চৌধুরী কে ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, গত ২৩মে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তসলিম ইকবাল চৌধুরী নৌকা প্রতীকে ৪হাজার ৪৯২ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হন।
তাঁর সাথে প্রতিদ্বন্দ্বীতাকারী বিএনপির প্রার্থী নুরুল আলম কোম্পানী ধানের শীষ প্রতীক নিয়ে পান ৩হাজার ৩৫ ভোট।