আঃ রামু প্রতিবেদনঃ
পর্যটন নগরী কক্সবাজারে শুরু হতে যাচ্ছে বইমেলা। আগামী বৃহস্পতিবার থেকে উক্ত বইমেলা শুরু হবে। কক্সবাজার পাবলিক লাইব্রেরী মাঠে (শহীদ দৌলত ময়দান) বৃহষ্পতিবার বিকাল সাড়ে ৪ টায় অনুষ্ঠিতব্য বইমেলার উদ্বোধন করবেন বিশিষ্ট কথা সাহিত্যিক, নাট্য ব্যক্তিত্ব ও দৈনিক কালের কন্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার সদর-রামু আসনের এমপি সাইমুম সরওয়ার কমল।
এবারের মেলায় রাজধানী ঢাকা থেকে আসা প্রকাশক সহ ৩৭ টি ষ্টল স্থান পাচ্ছে বলে জানা গেছে। আগামী ৬ এপ্রিল পর্যন্ত বইমেলা চলার কথা রয়েছে।