আলাউদ্দিন লোহাগাড়া:
লোহাগাড়ায় ভালবাসার গান-কবিতা ও গল্প কবিতা ও গল্পকথা চট্টগ্রাম বিভাগীয় কমিটির মতবিনিময় সভা ও ইফতার মাহফিল ২৫জুন সন্ধ্যায় বটতলী মোটর ষ্টেশনস্থ একটি হোটলের হল রুমে অনুষ্ঠিত হয়েছে ।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভালবাসার গান-কবিতা ও গল্পকথা কেন্দ্রীয় কমিটির সাহিত্য সম্পাদক মামুন অাবদুল্লাহ।
কবি মুহাম্মদ হাসান তারেকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সংগঠক, লেখক ও লোহাগাড়া জেনারেল হাসপাতালের পরিচালক ডা: মোহাম্মদ লোকমান।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মাস্টার সামসুল অালম, চুনতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে অারা বেবি, ভালবাসার গান কবিতা ও গল্পকথা কেন্দ্রীয় কমিটি পরিচালক মাসুদ পারভেজ, ভালবাসার গান কবিতা ও গল্প কথা ভালবাসার গান কবিতা ও গল্পকথা চট্টগ্রাম বিভাগীয় কমিটি সদস্য শাহ অালম।
এ ছাড়াও উপস্হিত ছিলেন বারদোনা রেফাইয়া দাখিল মাদরাসার শিক্ষক শাখাওয়াত হোসেন, সমাজ সেবক ও সংগঠক এনামুল হক, ক্রিড়া সংগঠক ও দ্যা কিং অব অামিরাবাদের সভাপতি তুষার অাহমেদ চৌধুরী কাইছার, গীতিকার এস.এম মিজানুর রহমান, ছাত্র সংগঠক সাজিব অাবদুল্লাহ, মিছবাহ উদ্দীন মিনহাজ, সিটিজিনিউজবিডি’র স্টাফ রিপোর্টার অালাউদ্দিন , বিডি২৪লাইভ.কম চট্টগ্রাম দক্ষিণাঞ্চলীয় প্রতিনিধি এম.এ.এইচ রাব্বী, কবি ও লেখক অা.ম.ও তানভীর সিকদার, নুর মুহাম্মদ অায়ন, ছাত্র সংগঠক সাজ্জাদ হোসেনসহ সংগঠক, লেখক, শিক্ষক, জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।