আমাদের রামু রিপোর্ট:
‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’— শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে বাজছে ঈদের এই গান। এক মাসের সিয়াম সাধনার পর এলো খুশির ঈদ। সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে আজ সোমবার (২৬ জুন) উদযাপন করা হবে পবিত্র ঈদুল ফিতর।
ইসলামের ধর্মীয় পরিভাষায় ঈদুল ফিতর অর্থ পুরস্কারের দিবস। দীর্ঘ এক মাস রমজানে সংযমের পর মুসলমানরা এ দিনে আনন্দ করেন। হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী রমজান শেষ হলেই শুরু হয় শাওয়াল। উৎসব হিসেবে ঈদুল ফিতর পালন করা হয় এ মাসের প্রথম দিনে। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করায়। এটি কেবল আনন্দের বার্তাই নিয়ে আসে না, বরং এর মধ্য দিয়ে প্রসারিত হয় ইসলামে বর্ণিত সাম্যের জয়গান।
প্রতি বছরের মতো মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম জাহানের জন্য আনন্দ ও শান্তির বার্তা নিয়ে এবারও হাজির হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। মানুষের আনন্দময় সত্তার জাগরণ ঘটায়। মুসলিম উম্মাহকে সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে। ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সর্বক্ষেত্রে ন্যায় ও ইনসাফের শিক্ষা দেয় বলে মনে করেন ধর্মপ্রাণ মুসলমানরা।
আজ দেশব্যাপী অনুষ্ঠিত ঈদের নামাজে দেশের শান্তি ও উন্নয়ন, জনগণের কল্যাণ ও মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনায় বিশেষ দোয়া করা হবে।