রুকেন বড়ুয়া:
২৫শে জুন রবিবার বিপুল উৎসাহ উদ্দীপনায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্টিত হয়। রথযাত্রারর উদ্ভোধন করেন গনপ্রজাতন্ত্রী সরকারের পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পৌর মেয়র জনাব ইসলাম বেবী, জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, রথযাত্রা উদপন কমিটির সভাপতি কানু দাশ ও সহ-সভাপতি বাবলু হাজারী সহ উদযাপন কমিটির সকল সদস্যবৃন্দ।
রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মালম্বী সকলকে দুপুর ১২টায় মহাঅন্ন প্রসাদ বিতরন করেন। পরে দুপুর ১টায় বান্দরবান শহরে অবস্থিত কেন্দ্রীয় দূর্গা মন্দির, কালাঘাটা ইসকন মন্দির হতে বক্তরা দড়ি টেনে রথযাত্রা শুরু করেন।
রথযাত্রা সম্পর্কে জানতে চাইলে গৃহস্থ কাউনসিল নামহট্ট সংঘ ইসকন বান্দরবান শাখার অন্যতম সিনিয়র সদস্য হিল্লোল দাশ আমাদের রামুকে বলেন, যে সমস্ত জীব ভগবানকে দর্শন করার জন্য মন্দিরে যেতে পারে না তাদেরকে দর্শন দেওয়ার জন্য ঐ দিন শ্বয়ং ভগবান বড় ভ্রাতা বলদেব এবং ভগিনী শুভ্রা দেবীকে সঙ্গে নিয়ে রাজপথে আরোহন করেন যা সনাতনী শাস্ত্রে উল্লেখ আছে এবং ঐ দিন যারা রথের দড়ি টানবেন এবং ভগবানকে দর্শন করবেন তারা সমস্ত পাপ রাশি থেকে মুক্ত হবেন।
উল্লেখ, বিভিন্ন জায়গা হতে আগত রথযাত্রাটি বালাঘাটা হরি মন্দিরে গিয়ে সমাপ্ত হবে। এবং ৩ জুলাই উল্টো রথমাত্রার মাধ্যমে রাজামাঠে রাখা হবে।