আবুধাবী প্রতিনিধি:
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীতে স্থানীয় এক হোটেলের হল রুমে ঈদের আনন্দকে আরো আনন্দময় করতে বাংলাদেশীদের ব্যবসায়িক কমিউনিটি “ডায়নামিক টাচ্ এসোসিয়েশন” এর উদ্যোগে ঈদ পুণর্মিলনী ও আলোচনা সভা কার্যকরী সদস্য মোহাম্মদ আবু হানিফ এর পরিচালনায় বিসনেজ ডেভলপমেন্ট কমিটির সম্মানিত সদস্য ও বাংলাদেশী কমিউনিটি নেতা জনাব মোহাম্মদ বেলাল উদ্দিন সভাপতিত্বে অনুষ্টিত হয় ।
অনুষ্টানে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন একাউন্টিং কমিটির সদস্য হাফেজ শেখ ফরিদ।
উক্ত অনুষ্টানে গুরুত্বপূর্ণ ও বিভিন্ন দিকনির্দেশনা মুলক কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন এম ইউনুছ চৌধুরী ইমু, মোহাম্মদ মামুনর রশিদ, জাহাঙ্গির আলম, মোহাম্মদ ফরহাদ হোসেন ও হারুনুর রশিদ নুরুচ্ছাফা প্রমুখ।
টেলিকমিউনিকেশনের মাধ্যমে ঈদ পুণর্মিলনী ও আলোচনা সভার সফলতা কামনা করেন স্বদেশে অবস্থানরত বিসনেজ ডেভলপমেন্ট কমিটির সম্মানিত সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জয়নাল আবেদীন জনু, বিশিষ্ট ব্যবসায়ী নিজাম উদ্দীন মানিক ও শেয়ার হোল্ডার সাইফুদ্দীন খোকন এবং শাহ আলম।
উপস্থিত ছিলেন “ডায়নামিক টাচ্ এসোসিয়েশন” এর শেয়ার হোল্ডার আব্দুর রহিম, দিদার হোসেন, সাইফুল ইসলাম, আবুল হাসান সিকদার, মোহাম্মদ দেলোয়ার, আব্দুল আউয়াল কামাল, হেলাল উদ্দীন, মোহাম্মদ সাদেক, মোস্তফা জামান, মনিরুল ইসলাম, মোহাম্মদ কায়ছার, আব্দুর রহমান প্রমুখ।
শুভাকাংখী হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবুল কালাম, আজহার মোল্লা, জয়নাল আবেদীন প্রমুখ।
বক্তারা ব্যবসায়ীক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং উপস্থিত সবাইকে সংযুক্ত আরব আমিরাতের আইনের প্রতি শ্রদ্ধা রেখে প্রবাসী বাংলাদেশীদের সংকট এবং ভাবমুর্তি উত্তরণে সহায়ক ভুমিকা পালনের অনুরোধ জানান। পরে মোনাজাতের মাধ্যমে অনুষ্টান সমাপ্তি হয়।।