রুকেন বড়ুয়া:
ঈদ উপলক্ষে পার্বত্য জেলা বান্দরবানের বিভিন্ন পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড় জমেছে। সবুজে ঘেরা পাহাড়ের অনাবিল সৌন্দর্য্য উপভোগ করতে নারী পুরুষ থেকে শুরু করে বৃদ্ধ ও শিশুরা পর্যন্ত ভীড় করছে যা এক প্রকার মিলন মেলায় পরিনত হয়েছে। তারা সুউচ্চ পাহাড়, আঁকা- বাকা রাস্তা ছাড়াও বান্দরবানের সব আকর্ষণীয় দৃশ্য দেখার জন্য বিভিন্ন অঞ্চল থেকে এসেছে। আর এসব দৃশ্য দেখার জন্য ঈদের দিন থেকে বিভিন্ন পর্যটক স্পটে ভিড় বাড়ছে দর্শনাথীদের।
প্রতি বছরের মত এ বারও ব্যতিক্রম হয়নি। তবে গত ১৩জুন ভয়াবহ পাহাড় ধসের কারণে পর্যটক নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন স্থানীয় হোটেল মোটেল মালিকরা কিন্তু বিপুল সংখ্যক পর্যটক আগমনের ফলে সেই শঙ্কা দূর হয়ে গেল।
সকাল থেকেই মেঘলা, নীলাচল, স্বর্ণ মন্দির, রামজাদী, চিম্বক, নীলগীরি ও শৈল প্রপাতে পা পেলার জায়গা নেই। যেমন এখানকার দর্শনীয় স্থান দেখে অনাবিল আনন্দ মেতেছে তেমনি চাঁদের গাড়ি নিয়ে এক স্থান থেকে অন্য স্থান দাপিয়ে বেড়াচ্ছে। শৈল প্রপাতে রাসেল নামে এক দর্শনার্থীর সাথে দেখা হল। তিনি এসেছেন ঢাকা থেকে। তিনি বলেন, এই প্রথম বান্দরবান আসলেন তিনি সহ আরো পাঁচ বন্ধু। তিনি আরো বলেন, বান্দরবানে এতো অপরুপ সুন্দর তা এখানে না আসলে বুঝাই যেত না।
তবে পর্যটকদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী বেশ সতর্ক। তাদের নিরাপত্তার ব্যাপক ব্যবস্থা নিয়েছেন। পর্যটকরা যাতে ঈদের আনন্দ উপভোগ করতে পারে এবং তারা যেন চুরি বা ছিনতাই এর কবলে না পড়ে সেদিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।