কক্সবাজার সদর প্রতিনিধি:
বাংলাদেশ বিজনেজ চেম্বার অফ কানাডা ও কক্সবাজার চেম্বার কমার্সের যৌথ উদ্যোগে ওয়েস্টার্ন এফএক্স এর সার্বিক সহযোগিতায় ২৯ মার্চ বিকাল ৪.০০ ঘটিকার সময় কক্সবাজার শহরের একটি অভিজাত হোটেলে অনলাইনে বৈদেশিক মুদ্রা বিনিময়ের মাধ্যমে অর্থিক স্বাবলম্বী বিষয়ক সেমিনার অনুষ্টিত।
কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীর প্রথম সহ-সভাপতি আবু মোরশেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সেমিনারে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন এফএক্স এর দক্ষিণ পূর্ব এশিয়ার প্রধান এবং বাংলাদেশ বিজনেজ চেম্বার অফ কানাডার সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন, সেমিনারে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন এফএক্স এর সহ-সভাপতি ইয়েন নিকোলসন, বিষয় ভিত্তিক মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ওয়েস্টার্ন এফএক্স বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর প্রকৌশলী মোহাম্মদ হাবিবুর রহমান।
ওয়েস্টার্ন এফএক্স বাংলাদেশের ব্র্যান্ড প্রমোটর মোহাম্মদ খোরশেদ আলম হিরুর সঞ্চালনায় উক্ত সেমিনারে কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীর পরিচালকবৃন্দ, ব্যবসায়ী, পেশাজীবি, চাকরীজিবী, এনজিও, সুশিল সমাজ, রাজনীতিবিদ এবং এলাকার যুব সমাজের প্রতিনিধিসহ প্রায় শতাধিক অংশগ্রহণকারী সেমিনারে বিষয় ভিত্তিক মতবিনিময় করেন।
ওয়েস্টার্ন এফএক্স এর দক্ষিণ পূর্ব এশিয়ার প্রধান এবং বাংলাদেশ বিজনেজ চেম্বার অফ কানাডার সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন বলেন, ১৮টি দেশে ওয়েস্টার্ন এফএক্স এর কার্যক্রম চলছে। ফরেক্স মার্কেট বিশ্বের সবচেয়ে বড় মুদ্রা বাজার যেখানে দৈনিক ৬ ট্রিলিয়ন ডলার লেনদেন হয়। এছাড়াও রয়েছে কোটি কোটি ক্রেতা-বিক্রেতা যারা বিশ্বব্যাপী সপ্তাহে ৫দিন দৈনিক ২৪ ঘন্টা লেনদেনে ব্যস্ত থাকেন। তিনি আরো বলেন, বিশ্বের অর্থনীতির প্রাণকেন্দ্র নিউ ইয়র্ক, লন্ডন, জোরিক, ফ্রাংফুড, টোকিও হংকং, সিঙ্গাপুরসহ সব জায়গায় ফরেক্স ব্যবসা হয় যার জন্য এ মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকে। তিনি বলেন, কক্সবাজার সহ বাংলাদেশের প্রতিটি জেলায় অনলাইনে বৈদেশিক মুদ্রা বিনিময়ের উপর প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে।
কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীর প্রথম সহ-সভাপতি আবু মোরশেদ চৌধুরী বলেন, ওয়েস্টেন ওয়েস্টার্ন এফএক্স এর এই উদ্যোগ এলাকার বৃহৎ শিক্ষিত বেকার যুব সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার সুযোগ সৃষ্টি করবে। বর্তমান সরকারের গৃহীত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে ভিশন ২০২১ অর্জনের ক্ষেত্রে এবং “লার্নিং টু আর্নিং” প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবে।