হাফিজুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার
আমাদের রামু ডটকম :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা বৃহস্পতিবার ৩১ মার্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
উৎসব মূখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য বান্দরবান জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ শহিদুল আলম। এসময় তিনি বলেন, আজকে যারা শিক্ষার্থী তারা আগামী দিনের ভবিষ্যত। সুন্দর সমাজ বিনির্মাণে তারা ভূমিকা রাখবে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক শফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম শাহেদুল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুদীন মোঃ হাছান আলী, জেলা পরিষদের সদস্য ক্যউচিং চাক, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোহন চাকমা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল, উপজেলা সুশীল সমাজের প্রতিনিধি ছৈয়দ আলম, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম ইকবাল চৌধুরী প্রমূখ।
আলোচনা সভা শেষে অতিথি বৃন্দ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী, স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে বিজয়ী সদস্যসহ ২০১৬ সালের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।