হাফিজুল ইসলাম চৌধুরী :
রামুর কচ্ছপিয়ার তুলাতলী গ্রামে অভিযান চালিয়ে ১ বছর ২মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল ইসলামকে (২৮) আটক করেছে পুলিশ। সে দৌছড়ি দক্ষিণকুল গ্রামের মোজাফ্ফর আহমদের ছেলে।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির সহকারি উপপরিদর্শক (এএসআই) জুয়েল বড়ুয়া সঙ্গীয় ফোর্স নিয়ে গত বৃহস্পতিবার সকালে কৌশলে তাকে আটক করে।
জুয়েল বড়ুয়া বলেন, যৌতুক আইনে দায়ের হওয়া মামলায় সাজার রায় হওয়ার পর নুরুল ইসলাম দীর্ঘদিন পলাতক ছিল।