রুকেন বড়ুয়া:
বান্দরবান সরকারি কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষেরএকাদশ শ্রেনীর নবীণ বরণ ও জাতীয় সংগীত উৎসব অনুষ্টিত হয়েছে।
১লা জুলাই শনিবার সকাল ১০ টায় বান্দরবান সরকারি কলেজ ক্যাম্পাসে জাতীয় পতাকা এবং জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্টানের উদ্বোধন করেন প্রধান অতিথি।
প্রানীবিদ্যা বিভাগের প্রভাষক অনুপ বড়ুয়ার সঞ্চালনায় ও বান্দরবান সরকারি কলেজে অধ্যক্ষ সুকুমার দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী সরকারের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং (এম.পি) মহোদয়।
নবীন ছাত্র-ছাত্রীদের তাদের একাডেমিক ক্যালেন্ডার উম্মোচণ করার পর প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান সময়টা হলো মেধার সাথে যুদ্ধ করা, চারদিকে এ+ এর ছড়াছড়ি, তাই মেধার সাথে মেধার যুদ্ধ করতে হলে অবশ্যই পড়ালেখায় মনোযোগী হতে হবে। কেননা তোমাদেরই আগামি দিনের হাল ধরতে হবে। তিনি আরো বলের বৃটিশরা ২০০বছর শাসন করে গেছে, ২৩ বছর শাসন-শোষন করে গেছে পাকিস্তানিরা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্য অবদানের ফলে পাকিস্তানি হানাদারদের কাছ থেকে অর্জন করলো একটি স্বাধীন দেশ, একটি পতাকা, একটি জাতীয় সংগীত।তাই আমাদের সকলেরই দেশ, জাতীয় পতাকা এবং সংগীতের প্রতি থাকতে হবে অফুরন্ত শ্রদ্ধা।
তিনি শিক্ষদের উদ্দেশ্য বলেন, ছাত্র-ছাত্রীরা বাড়িতে গিয়ে পড় এই কথাটি যেন কোন শিক্ষকের মুখ থেকে যেন বের না হয়। তিনি আরো বলেন, মা-বাবার পরে যদি কেউ পা ছুয়ে প্রণাম করে সেটা হলো একমাত্র শিক্ষক। তাই তিনি ছাত্র-ছাত্রীদের প্রতি শিক্ষকদের সার্বিক সাহায্য সহযোগিতা প্রত্যাশা করেন।
বিশেষ অতিথি হিসেবে উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার বাবু সঞ্জিব কুমার রায়, জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, আওয়ামীলীগের সহ-সভাপতি একে এম জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, জেলা পরিষদের সদস্য ক্যাসাপ্রু মার্মা।
উল্লেখ্য, বান্দরবান সরকারি কলেজের জন্য অডিটোরিয়াম ভবন নির্মাণ, খেলাধুলা, সাংস্কৃতি ও সাউন্ড সিস্টেমের জন্য প্রায় চার লক্ষ টাকা রবাদ্দ করেন এবং অচিরে বান্দরবান সরকারি কলেজের জন্য নতুন মহিলা হোস্টেলে ভবন নির্মাণ এবং তার কাজ শুরু করার নির্দেশ দেন।