শহিদুল ইসলাম, উখিয়া।
সারা দেশের ন্যায় কক্সবাজারের উখিয়ায় শুরু হচ্ছে এইচএসসি, আলিম ও ব্যবসায় ব্যবস্থাপনা পরীক্ষা।
উখিয়ার ৪ টি কেন্দ্রে অনুষ্ঠিতব্য পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৪ শ ২০ জন।
উখিয়া কলেজের পরীক্ষার্থীর সংখ্যা- ৪৮৯ জন, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের পরীক্ষার্থীর সংখ্যা- ৪৮৮ জন, নুরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল বিএম কলেজের পরীক্ষার্থীর সংখ্যা- ১০৯ জন, উখিয়া কলেজের বিএম শাখার- ৮৪ জন ও রাজাপালং ফাজিল মাদ্রাসার পরীক্ষার্থীর সংখ্যা- ২৫০ জন।
পরীক্ষা কেন্দ্র গুলো হল যথাক্রমে- উখিয়া কলেজ, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ, নুরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল বিএম কলেজ ও রাজাপালং ফাজিল মাদ্রাসা।
ইতিমধ্যে পরীক্ষার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছেন বলে উখিয়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম মিয়া আমাদের রামু কে জানিয়েছেন।