ক্রীড়া ডেস্ক:
ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে ব্রাজিলকে হটিয়ে শীর্ষে ওঠে এসেছে জার্মানি। কনফেডারেশন্স কাপের সাফল্যে দুই বছর আগে হারানো জায়গাটি আবারও ফিরে পেল কোচ ইওয়াখিম লুভের দল।
বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রামে পাঠিয়েও রাশিয়ায় কনফেডারেশন্স কাপে দারুণ খেলে জার্মানি। চিলিকে ফাইনালে হারিয়ে প্রথমবারের মতো আট দলের মহাদেশীয় এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় তারা।
এতে র্যাঙ্কিংয়েও বড় উন্নতি হয় বিশ্ব চ্যাম্পিয়নদের। দক্ষিণ আমেরিকার দুই শক্তিশালী দল ব্রাজিল ও আর্জেন্টিনাকে পেছনে ফেলে ২০১৫ সালের পর এই প্রথম শীর্ষে ওঠে আসে শীর্ষে।
জার্মানির এই উন্নতিতে তিন মাসের বেশি শীর্ষে থাকতে পারলো না কোচ তিতের দল। এপ্রিলে আর্জেন্টিনাকে হটিয়ে গত সাত বছরের মধ্যে প্রথমবার শীর্ষে ওঠা নেইমারদের অবস্থান এখন দ্বিতীয়ে। তৃতীয় স্থানে আছে লিওনেল মেসিরা।
কনফেডারেশন্স কাপের ফাইনালে হারা চিলি আছে সপ্তম স্থানে।
পর্তুগাল, সুইজারল্যান্ড ও পোল্যান্ড চার ধাপ করে এগিয়ে যথাক্রমে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছে।
তিন ধাপ করে পিছিয়ে কলম্বিয়া, ফ্রান্স ও বেলজিয়াম আছে যথাক্রমে অষ্টম, নবম ও দশম স্থানে।
একাদশ স্থানে আছে স্পেন; দ্বাদশ ইতালি।
দু্ই ধাপ এগিয়ে বাংলাদেশ আছে ১৯০তম স্থানে।
সূত্র: বিডিনিউজ।