মো: ইউছুপ মজুমদার, বান্দরবান প্রতিনিধি:
আমাদের রামু ডটকম:
বান্দরবানের লামা উপজেলায় লেবু ভর্তি পিকআপ খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এতে আরও অন্তত ছয়জন আহত হয়েছেন।
শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার ফাইতং ইউনিয়নের ছিউরতলী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জালাল উদ্দিন জানান, অপর একটি মাহিন্দ্র গাড়ির সাথে ধাক্কা লেগে লেবুভর্তি পিকআপ পাহাড়ের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআফের চালক মো. রাশেদ (৩০) ও মো. মামুন ( ২৫) নামে দুই ব্যক্তি নিহত হন। এতে আহত হন আরো চার জন। আহতদেরকে উদ্ধার করে লামার আজিজনগর ও চকরিয়ার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
লামা থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন আমাদের রামু ডটকমকে বলেন, নিহত দুইজনের মৃতদেহ আজিজনগরে একটি ক্লিনিকে রাখা হয়েছে। পিকআপটি পাহাড়ের উপর থেকে প্রায় তিনশত ফুট নীচে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. রাশেদের বাড়ি পেকুয়ায় এবং মো. মামুনের ফাইতং ছিউততলী এলাকার এক নম্বর ওয়ার্ডের আব্দুল মালেকের ছেলে।