সুমন বড়ুয়া:
কুয়েত বৌদ্ধ প্রবাসীদের বৃহৎম ধমীয় সংগঠন “বাংলাদেশী বৌদ্ধ সমিতি কুয়েত “এর উদ্যোগে আয়োজিত শুভ আষাঢ়ী পৃর্ণিমা-১৪২৪ বাংলা ০৭ জুলাই ২০১৭ ইংরেজী রোজ শুক্রবার সংগঠনের সহ – সাংগঠনিক সম্পাদক লিটন বড়ুয়া`র হিজিলস্হ বাসায় বুদ্ধ পূজা, সীবলী পূজা,খন্ড কালীন ভাবনা আয়োজন করা হয়। এতে পঞ্চশীল প্রার্থনা ও পূজা উৎসর্গ করেন প্রধান উপদেষ্টা সন্তোষ বড়ুয়া।
পরে আষাঢ়ী পূর্ণিমার তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অশোক বড়ুয়া,র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাঃসম্পাদক বিনয় প্রসাদ বড়ুয়ার সাবলীন উপস্হাপনায় আষাঢ়ী পূর্ণিমার তাৎপর্য তুলে ধরে আলোচনায় অংশ নেন উপদেষ্টা দুলাল বড়ুয়া, উওম বড়ুয়া,চন্দন বড়ুয়া, সরোজ বড়ুয়া, উওম বড়ুয়া (২)।
অন্যদের মাঝে উপস্হিত ছিলেন – উপদেষ্টা নরেশ বড়ুয়া, লিটন চৌধুরী, সংঘতরু বড়ুয়া, বাবুল বড়ুয়া (১) বটন বড়ুয়া,মন্জন বড়ুয়া, সুভাষ বড়ুয়া(১)উদয়ন বড়ুয়া, স্বদেশ বড়ুয়া, বিদায়ন বড়ুয়া,সজল বড়ুয়া রয়েল বড়ুয়া, সুজন বড়ুয়া প্রমুখ।
সভায় বক্তরা বলেন- অহিংসা পরম ধর্ম নীতিতে সম্প্রতির বন্ধনে সমৃদ্ধির পথে বাংলাদেশ এগিয়ে চলুক।সকল মিথ্যাচার নিপাত যাক সত্য মুক্তি পাক -আগামীতে ও সমাজ সংস্কার ও মানবতার পক্ষে সবাই কে মিলেমিশে কাজ করার অভিমত ব্যক্ত করেন। সকল মানবের সুখ কামনায় জল ঢেলে পুণ্য দান করা হয়।
সর্বশেষে এক মধ্যান্ন ভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয় ।