আমাদের রামু প্রতিবেদক:
কক্সবাজারের রামুতে বন্যা দুর্গত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম।
শনিবার( ৮ জুলাই) ফতেখাঁরকুল ইউনিয়নের বৃহত্তর শ্রীকুলসহ বিভিন্ন এলাকায় বন্যা দুর্গতদের মাঝে এ ত্রান বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মাষ্টার ফরিদ আহমদ, সাংবাদিক খালেদ হোসেন টাপুসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ত্রান বিতরণের সময় উপজেলা চেয়ারম্যান বলেন, বর্তমান শেখ হাসিনা সরকার বন্যা দুর্গতদের পুনর্বাসন ও সহযোগীতায় যথেষ্ট আন্তরিক। তিনি দুর্গতদের ধৈর্য্য ধারন করে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে ব্যাপক হারে ত্রাণ আসতে শুরু করেছে। সুষ্ট বন্টনের মাধ্যমে সকল দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। ত্রান বিতরণকালে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষও উপস্থিত ছিলেন।