রামু প্রতিনিধিঃ
কক্সবাজারের রামু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রামু খিজারী বার্মিজ প্রাথমিক বিদ্যালয়ে পৃথকভাবে ২ এপ্রিল শনিবার সকালে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আবদুল মান্নান।
তিনি বলেন, কৃমি নিয়ন্ত্রণসহ স্বাস্থ্যবিষয়ক জাতীয় কর্মসূচী পালনে স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদেরও এগিয়ে আসতে হবে। ইতিমধ্যে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের সার্বিক স্বাস্থ্য উন্নয়নের লক্ষে সরকারি উদ্যোগে ক্ষুদে ডাক্তার কর্মসূচী গ্রহণ করা হয়েছে। লক্ষ্য হল ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যা, স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা গ্রহনের মাধ্যমে সার্বিক স্বাস্থ্য উন্নয়ন।
তিনি আরো বলেন, ক্ষুদে ডাক্তারদের মুল কাজ হল স্বাস্থ্য শিক্ষা প্রদান, কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে শিশুদের ঔষধ খাওয়ানো, শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্য বিষয়ক দিবস উদযাপন।
ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্য়ার অন্তর্ভূক্ত কাজগুলো হচ্ছে হাত ধোয়া, দাঁত ব্রাশ করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিয়মিত নখ কাটা, পরিষ্কার পোষাক পরিধান করা ইত্যাদি।
এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সুমন বড়ুয়া, সিনিয়র সহকারী শিক্ষক বাবুল বড়ুয়াসহ ২ স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা-ছাত্র-ছাত্রী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক দুলাল বড়ুয়া, রামু স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী দীপঙ্কর বড়ুয়া ধীমান, সাংবাদিক আল মাহমুদ ভূট্টো, স্বাস্থ্য সহকারী সংগীতা বড়ুয়া প্রমুখ।
এদিকে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন উপলক্ষে রামু স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে রামু উপজেলার ১১ ইউনিয়নের প্রত্যেকটি বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমানে কৃমি ঔষধ পৌঁছানো হয়েছে বলে কর্তৃপক্ষ জানান।