আমাদের রামু প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়া উপজেলার ক্রাইমজোন খ্যাত পালংখালী ইউনিয়নের পাহাড়ি এলাকা মোছার খোলা নামক গ্রামে এক প্রবাসীর বসতবাড়িতে ডাকাতি সংঘটিত করেছে সংঘবদ্ধ ডাকাতদল।
১৩ জুলাই রাত ১ টার দিকে মকবুল আহমদ নামে ওই প্রবাসির বাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাতের প্রহারে ৪ ব্যক্তি গুরুত্বর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রাশেদ করিম নামের এক ব্যক্তির অবস্থা গুরুত্বর বলে জানা গেছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, শুনেছি এখনো পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।