প্রজ্ঞানন্দ ভিক্ষু :
থাইল্যান্ডে আন্তর্জাতিক সম্মেলন শেষে ১১ জুলাই নিজ বিহারে ফিরেছেন রামুর উত্তর মিঠাছড়ি একশো ফুট সিংহশয্যা গৌতম বুদ্ধমূর্তি ও বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত করুণাশ্রী মহাথেরো।
জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এর উদ্যোগে আয়োজিত উক্ত সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ভদন্ত করুণাশ্রী মহাথেরো ৫ জুলাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বিশেষ বিমানযোগে থাইল্যান্ডে যান।
৬-৭ জুলাই অনুষ্ঠিত উক্ত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে তিনি বক্তব্য রাখেন। উক্ত সম্মেলনে বিশ্বের বিশটি দেশের সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভদন্ত করুণাশ্রী মহাথেরো আমাদের রামু ডটকমকে বলেন, সম্মেলনে এশিয়ায় বৌদ্ধ ধর্ম এবং মানবতাবাদ, বেকারত্ব দূরীকরণ, জলবায়ু পরিবর্তন, ভূমিকম্প প্রতিরোধ ও সারাবিশ্বে সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টিতে ধর্মীয় সম্প্রীতির ভূমিকা নিয়ে আলোচনা হয়।
ভদন্ত করুণাশ্রী মহাথের তাঁর বক্তব্যে বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়নের কথাও তুলে ধরেন।