আঃ রামু রিপোর্টঃ
জটিল কিডনী রোগে আক্রান্ত মো.শফির চিকিৎসার্থে অনুষ্টিত কনসার্টে ব্যাপক সাড়া মিলেছে। ১৮ লক্ষ টাকা সহায়তার প্রতিশ্রুতি মিলেছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছ থেকে।
শব্দায়ন আবৃত্তি একাডেমীর আয়োজনে কক্সবাজার মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশন, কম্বা’র সহযোগিতায় ২ এপ্রিল শনিবার সন্ধ্যায় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্টিত কনসার্টে প্রধান অতিথি ছিলেন- সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।
অনুষ্টানের সূচনা লগ্নে অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি। এসময় বক্তব্য রাখেন শব্দায়ন আবৃত্তি একাডেমীর পরিচালক জসীম উদ্দিন বকুল, কক্সবাজার মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশনের সাধারন সম্পাদক বিশ্বজিত ধর লালন, অসুস্থ শফির বড় ভাই কণ্ঠশিল্পী আলম শাহ, বদরুল হাসান মিল্কী সহ অনেকেই।
‘একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না’ এ প্রতিপাদ্যে জ্যোৎস্না ইয়াসমিন ও জাহেদ সরওয়ার সোহেলের নান্দনিক উপস্থাপনায় অনুষ্টিত কনসার্ট স্থানীয় ডিস ক্যাবলে সরাসরি সম্প্রচার হয়। চারঘন্টা ব্যাপী অনুষ্টিত কনসার্টে কমবার শিল্পীরা সংগীত পরিবশেন করেন।

এসময় স্ব-শরীরে এবং মোবাইল ফোনে বিভিন্ন প্রতিষ্টান, সংগঠনসহ নানান শ্রেণি পেশার মানুষ অর্থ সহায়তা প্রদান করেন। মানুষের অভূতপূর্ব সাড়া পাওয়ায় মো.শফির পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন তার বড় ভাই আলম শাহ।
উল্লেখ্য, মো.শফির কিডনী প্রতিস্থাপনে দরকার ২৫ লক্ষ টাকা।
এদিকে মানবিক আবেদনে সহযোগিতা প্রদানকারী সকলের প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি প্রতিশ্রুত অর্থ দ্রুততম সময়ে ০১৮১৩১৪৩২৪৬ (বিকাশ) নম্বরে বা শফিউল আলম, এবি ব্যাংক কক্সবাজার শাখার সঞ্চয় হিসাব নং- ৪১০৮৬২৯০৮০৪৪১ তে প্রদানের অনুরোধ জানিয়েছেন কনসার্ট আয়োজনকারী প্রতিষ্টান শব্দায়ন আবৃত্তি একাডেমীর পরিচালক জসীম উদ্দিন বকুল।