উজ্জ্বল কান্তি বড়ুয়া:
হোয়ারাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সমিরণ বিকাশ বড়ুয়ার বিদায় সংবর্ধনা ১৩ জুলাই ২০১৭ হোয়ারাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। হোয়ারাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও অভিবাবক মহলের পক্ষকে থেকে হোয়ারাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক,বিশিষ্ট শিক্ষাবিদ সমিরণ বিকাশ বড়ুয়ার এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মহাত্না গান্ধী শান্তি পদকে ভূষিত,অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ এর সম্মানিত সভাপতি হোয়ারাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি সভাপতি ভদন্ত সুমিত্তানন্দ থের। আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ,বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি ভদন্ত সুনন্দ মহাথের।
প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন রাউজান উপজেলা শিক্ষা অফিসার আবদুল আল মামুন।
উদ্বোধক হিসাবে উপস্হিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম.এ আব্বাস উদ্দীন আহমেদ ।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন রাউজান উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান মজুমদার,রাউজান উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল মোমেন,অগ্রসার বৌদ্ধ অনাথালয় উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক প্রতুল বড়ুয়া, হোয়ারাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুশান্ত বড়ুয়া,শিক্ষিকা জবা বড়ুয়া প্রমুখ।
উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ, এক সময়ের সহকর্মী শিক্ষক/শিক্ষকামন্ডলী উপস্হিত ছিলেন।
উল্লেখ্য,একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানকারী নন্দিত মানব, বিশ্বমানবতাবাদী,বিশ্ব শান্তিরদূত, শ্রীসদ্ধর্মভানক,মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথেরোর স্মৃতি বিজরিত পূণ্যভূমি ঐতিহ্যবাহী রাউজান উপজেলাধীন বৃহত্তর হোয়ারাপাড়ার ১০ নং পূর্বগুজরার ধূমারপাড়া গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত মনিন্দ্র লাল বড়ুয়ার স্বনাম ধন্য পরিবারের ১ম সন্তান সমিরণ বিকাশ বড়ুয়া।
প্রধান শিক্ষক সমীরণ বিকাশ বড়ুয়া জানান, গত বছর ৩১ ডিসেম্বর ২০১৬ তার শিক্ষকতা জীবনের পরিসমাপ্তি ঘটে। তিনি শিক্ষকতা জীবনের বেশিরভাগ সময় হোয়ারাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতায় নিয়োজিত ছিলেন। তিনি উক্ত বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। তিনি অবশিষ্ট জীবন ধর্ম চর্চা, সমাজসেবা ও বই পড়া নিয়ে অতিবাহিত করবেন বলে জানান।