রুকেন বড়ুয়া :
বান্দরবানের সাংস্কৃতিক জগতের পরিচিত মুখ দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রাকেশের পাশে দাঁড়িয়েছে বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগ। মানবতার ডাকে সাড়া দিয়ে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে টাকা সংগ্রহের কাজে।
রাকেশের চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন। ইতোমধ্যে কলেজ ছাত্রলীগের উদ্যোগে বান্দরবান সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ ও অন্যান্য
শিক্ষা প্রতিষ্ঠানে টাকা সংগ্রহের কাজ চলছে। কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা কয়েকটি ইউনিটে ভাগ হয়ে এই কার্যক্রম চালাচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে কলেজ ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল হোসেন বাবলু বলেন, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান, অফিস ও অন্যান্য জায়গায় ছাত্রলীগের কর্মীরা টাকা সংগ্রহের কাজ অব্যাহত রেখেছে। রাকেশ সুস্থ না হওয়া পর্যন্ত কার্যক্রম চলমান থাকবে।
এ পর্যন্ত ১৫,০০০ টাকার মতো সংগ্রহ করা হয়েছে। যা ১৩ই জুলাই রাতে রাকেশের বাবার হাতে তুলে দেওয়া হয়েছে।