হাফিজুল ইসলাম চৌধুরী :
রামুর রাজারকুল ইউনিয়নের অরণ্য থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ জুলাই) সকাল ১১টায় রামু-মরিচ্যা সড়কের সেনানিবাসের এ্যালিফেন্ট গেইট সংলগ্ন ব্রীজের নিচে মৃতদেহ পাওয়া যায়। পরে ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করেন রামু থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল পারভেজ।
থানার পরিদর্শক (ওসি, তদন্ত) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহটি ২৬ বছর বয়সি যুবকের বলে ধারণা করা হচ্ছে। তবে পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।