গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ:
টেকনাফে ডিবি পুলিশের হামলার ঘটনাকে কেন্দ্র করে কক্সবাজার ডিবি ও টেকনাফ থানা পুলিশ সদস্যদের বিশেষ অভিযান চলছে।। অভিযানে আটক হল ২৯ জন।
পুলিশ সুত্রে জানা যায়, ১৪ জুন শক্রবার গভীর রাত ১ টা থেকে ১৫ জুন শনিবার সকাল পর্যন্ত টেকনাফ সদর ও সাবরাং ইউনিয়নের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় অর্ধ-শতাধিক ব্যাক্তিকে আটক করে। আটকৃত ব্যাক্তিরা কেউ অপরাধী,আবার কেউ নিরাপরাধী।
অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান বলেন, আমাদের পুলিশ সদস্যদের সাথে যৌথ অভিযান পরিচালনা করেছে কক্সবাজার গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ সুপার মোঃ কাজী হুমায়ুন রশিদ ও ডিবি পুলিশ সদস্যদের একটি বিশেষ টিম।
তিনি আরো বলেন আটকৃত নির-অপরাধ ব্যাক্তিদের যাচাই বাচাই করে ছেড়ে দেওয়া হয়েছে। বাকী ২৯ জনকে বিভিন্ন মামলায় জড়িত থাকার অপরাধে আদালতে প্রেরন করা হয়েছে।।
টেকনাফ উপজেলার সমস্ত অপরাধীদেরকে ধরতে পুলিশ সদস্যদের এই অভিযান অব্যাহত থাকবে।।