রুকেন বড়ুয়া:
বিউটি অফ বান্দরবান (Beauty of Bandarban) খ্যাত নীলাচল পর্যটন কেন্দ্রে আগত পর্যটকদের মানসম্মত খাবারের সুবিধা প্রৃদানের উদ্দেশ্যে চালু করা হয়েছে উন্নত মানের রেস্টুরেন্ট।
সাবেক জেলা প্রশাসক কে. এম তারিকুল ইসলাম ও সাবেক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের
ঐকান্তিক প্রচেষ্টায় নির্মিত হয় ৩ ( তিন) তলা বিশিষ্ট রেস্টুরেন্ট।
উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম পি। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।
মনোরম প্রাকৃতিক পরিবেশে পাহাড়ের গায়ে এ রেস্টুরেন্ট সকলের চাহিদা পূরণে সক্ষম হবে বলে জানান, এনডিসি হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ।
এতদিন নীলাচলকে আধুনিক শৈলিতে তৈরি করা হলেও কোন রেস্টুরেন্ট ছিল না। এখন থেকে পর্যটকরা কটেজে থাকার পাশাপাশি খাবারও খেতে পারবে।