হাফিজুল ইসলাম চৌধুরী :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী ও দোছড়ি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ এপ্রিল। এ উপলক্ষে রোববার ৩ এপ্রিল সকালে উপজেলার টাউন হলে আইন শৃঙ্খলা বিষয়ক সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) দিলীপ কুমার বণিক বলেন, আইন সবার জন্য সমান। সরকার এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে সম্পূর্ণভাবে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা রয়েছে।
তিনি বলেন, নির্বাচন অবশ্যই অবাধ ও সুষ্ঠু হবে। প্রতিটি মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে। তবে তিনি নির্বাচন চলাকালীন সময়ে অহেতুক অভিযোগ করে প্রশানকে বিভ্রান্ত না করার অনুরোধ জানান।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম শাহেদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল আনোয়ারুল আজিম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল খায়ের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী, উপজেলা নির্বাচন কর্মকর্তা উদয় ত্রিপুরা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহমেদ প্রমূখ।
মতবিনিময় সভায় আসন্ন বাইশারী ও দোছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের সদস্য প্রার্থী, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।