ধর্ম ডেস্ক:
পবিত্র হজ পালনে প্রত্যেক হাজিকেই বিমানযোগে মক্কা এবং মদীনায় যেতে হবে। বিমানে আরোহনের ক্ষেত্রে হাজিদের কিছু বিধি-নিষেধ রয়েছে। বিমানে চড়ার ক্ষেত্রে অনেক যাত্রীকেই তাদের প্রয়োজনীয় জিনিসপত্র ফেলে রেখে যেতে হয়। এমনটি যাতে না ঘটে, আগে থেকেই জেনে নিন বিমানে আরোহনের ক্ষেত্রে হ্যান্ডব্যাগে কি কি জিনিসপত্র নিতে পারবেন।
>> বিমানে ভ্রমণকালে হ্যান্ডব্যাগে করে ছুরি, কাঁচি, সুঁই, নেইল কাটার নিয়ে আরোহন করে দেয়া হয় না;
>> লাইটার, পেস্ট, স্প্রে, তরল পাণীয়সহ ধারালো জাতীয় কোনো জিনিস হাত ব্যাগে নেয়া যাবে না;
>> বিমানে ভ্রমণের সময় চাল, ডাল, শুটকি, রান্না করা তরল খাবার, ফল, তরিতরকারী সঙ্গে বহন করা যাবে না;
>> বিমানে ওঠার আগেই হজের সফরে আপনার গাইডারের নাম ও ঠিকানা সংগ্রহ করুন এবং তার সঙ্গে যোগাযোগ করুন।
>> হজ পালনেচ্ছুদের মধ্যে যারা প্রথমে মক্কায় যাবেন তারা আশকোনা হজ ক্যাম্প থেকে ইহরামের কাপড় পরিধান করে রওয়ানা হবেন।
>> হজ যাত্রার ৬ ঘণ্টা আগে ইহরামের কাপড় পরিধান করবেন।
>> হজ যাত্রার নির্ধারিত তারিখের তিন দিন আগেই হজযাত্রীকে আশকোনা হজ ক্যাম্পে আসতে হবে।
মনে রাখবেন-
প্রত্যেক হজযাত্রীর হাত ব্যাগের সাইজ হবে- ২২সেমি.× ১০সেমি.×১৮ সেমি.-এর মধ্যে এবং হাত ব্যাগে ৭ কেজির বেশি মাল বহন করা যাবে না।
এ বিষয়গুলো জানা না থাকার কারণে অনেক হাজিকেই তাদের প্রয়োজনীয় জিনিসপত্র বিমানে ওঠার আগে বিমানবন্দরে ফেলে রেখে যেতে হয়। যার জন্য পরবর্তীতে পবিত্র নগরী মক্কা ও মদীনার দীর্ঘ সফরে সমস্যার সম্মুখীন হতে হয়।
আল্লাহ তআলা হজ পালনেচ্ছুদেরকে হজের সফর সুন্দর ও সার্থক করতে বিমানে আরোহনের আগে উল্লেখিত বিষয়গুলোর প্রতি যত্নবান ও সতর্কতা অবলম্বন করার তাওফিক দান করুন। আমিন।
সূত্র: জাগোনিউজের।