রুকেন বড়ুয়া:
দূর দুরান্ত থেকে আসা শিক্ষার্থীদের ন্যায্য গাড়ি ভাড়া বাস্তবায়নের দাবিতে বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে জেলা প্রশাসক ও বাস মালিক সমিতিকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
১৮ই জুলাই (মঙ্গলবার) দুপুর ১১ টায় স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কলেজ ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল হোসেন বাবলু, যুগ্ন আহ্বায়ক টিপু দাশ। কলেজ কমিটির সদস্য, বঙ্গবন্ধু ছাত্রাবাস ছাত্রলীগ শাখার সদস্য, প্রত্যেক বিভাগীয় কমিটির সদস্যরা।
এর আগে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণ থেকে এক বিশাল প্রতিবাদ র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বান্দরবানের বাইরে থেকে কলেজে আসতে প্রায় সময় শিক্ষার্থীদের সঙ্গে গাড়ির হেলপারের সাথে ভাড়া নিয়ে বাকবিতণ্ডা হয়। এতে শিক্ষার্থীরা হেনস্থার শিকার হয়। অনেক শিক্ষার্থীদের সাথে ভাড়া নিয়ে মারপিটের ঘটনাও ঘটেছে। চলতি ভাড়ার অর্ধেক ভাড়া নেওয়ার বিধান থাকলেও তা মানছে না পরিবহন মালিকরা। কেরানিহাট – বান্দরবান, রোয়াংছড়ি -বান্দরবান, থানছি- রুমা- বান্দরবান সড়কে প্রতিদিন প্রায় ৩ শ মতো শিক্ষার্থী চলাচল করে।
এ ব্যাপারে জানতে চাইলে কলেজ ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল হোসেন বাবলু বলেন, শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে কলেজ
ছাত্রলীগের উদ্যোগে স্মারকলিপি প্রদান করা হয়েছে। পরিবহন মালিকরা ন্যায্য ভাড়ার ব্যবস্থা না করলে শিক্ষার্থীরা আরো কঠোর আন্দোলনে নামবে।