নিজস্ব প্রতিনিধি, পেকুয়া:
‘মোবাইল ফোন ও ইন্টারনেটের ব্যবহার, যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ’ এ বিষয়ের ওপর পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে কলেজের হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বির্তকে পক্ষ দলে প্রতিযোগিতায় অংশ নেয় একাদশ শ্রেণি ও বিপক্ষে দলে অংশ নেয় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। বির্তকটির আয়োজন করে এনজিও সংস্থা কোডেকের তরুণ আলো প্রকল্প।
বিতর্কে মডারেটরের দায়িত্ব পালন করেন কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান। বিচারকের দায়িত্ব পালন করেন প্রথম আলোর সাংবাদিক এস এম হানিফ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তফা জামান খারেছ ও কোডেকের তরুন আলো প্রকল্পের কক্সবাজারের সমন্বয়ক হেলাল উদ্দিন।
বিতর্কে বিজয়ী হয় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। শ্রেষ্ঠ বক্তার পুরস্কার পান বিপক্ষ দলের উম্মে হাফছা। পুরো অনুষ্টানে সমন্বয়কের দায়িত্ব পালন করেন তরুন আলো প্রকল্পের পেকুয়া উপজেলা মাঠ কর্মকর্তা এম কায়দে আজম।