রামু প্রতিনিধি।
রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের পূর্ব রাজারকুল দক্ষিণ পাড়া সমাজ উন্নয়নমূলক সংগঠন “ইসলামী যুব কল্যাণ পরিষদের তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২ এপ্রিল স্থানীয় তেতুল গাছতলা সংলগ্ন মাঠে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান ওয়ায়েজ ছিলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছির, বাংলাদেশ জাতীয় মুফাচ্ছির পরিষদের সভাপতি মৌলানা হাফেজ আব্দুল হাই।
তিনি বলেন, নাস্তিকতা, শিরক, বিদ্আত, জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনে দেশের ছাত্র-যুবসমাজ এবং সর্বস্তুরের ধর্মপ্রাণ মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে।
মাহফিলে সভাপতিত্ব করেন, রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও তিনবার নির্বাচিত ইউপি সদস্য মুফিজুর রহমান মুফিজ।
মাহফিলে আমন্ত্রিত অতিথিদের মধ্যে মূল্যবান তাফসির পেশ করেন মাওলানা হাফেজ আবদুল হাই, সাতক্ষীরা কলারোয়া কামিল মাদরাসার মুহাদ্দিস ও বিজয় টিভি’র আলোচক মাওলানা আমিনুল ইসলাম বেলালী, ঢাকা ডেমরা কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মাওলানা গাজী ইয়াক্বু ওসমানী, নাইক্ষ্যংছড়ি জামে মসজিদের খতিব মাওলানা বশির আহমদ ও রাজারকুল মাছুমিয়া সুন্নিয়া আলিম মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আবদুল জলিল।
মাহফিল শেষে আয়োজক কমিটির সদস্যরা মঞ্চে জননেতা মুফিজুর রহমান মুফিজের সাথে একাত্ম হয়ে অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধ, অশ্লীলতা, মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় মুফিজুর রহমান মুফিজ তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মাহফিল পরিচালনা করেন, ইসলামী যুব কল্যাণ পরিষদের সভাপতি নুরুল কবির ও মাছুম।
মাহফিলে সার্বিক সহযোগিতায় ছিলেন, সংগঠনের উপদেষ্টা রমজান মিয়া, মোকতার আহমদ, জিশান, কোরবান আলী।