সোয়েব সাঈদ, রামু।
রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পানির ছড়া বাজারস্থ পানির ছড়া এস এইচ ডি মডেল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২ এপ্রিল বিকালে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বলেন, কেবল চাকরি আর সংসারের জন্য শিক্ষা অর্জন করলে হবে না। মানবিক গুনাবলী সম্পন্ন শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্যই শিক্ষা অর্জন করতে হবে। এজন্য পাঠ্যপুস্তক অধ্যয়নের পাশাপাশি ক্রীড়া, সাহিত্য, সংস্কৃতির চর্চা করতে হবে।
তিনি আরো বলেন, রশিদ নগরের ইউনিয়ন শিক্ষা-দীক্ষায় পিছিয়ে পড়া এলাকায় শিক্ষার হার বৃদ্ধি করার জন্য অত্র ইউনিয়নের সম্ভ্রান্ত পরিবার কর্তৃক দান করা জমিতে এলাকার কিছু শিক্ষিত যবুক পানির ছড়া এসএইচডি মডেল হাই স্কুল গড়ে আজকে ইতিহাস সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে সর্বোচ্চ ডিগ্রী অর্জন করার পরও অনেকে সম্মানের সাথে বিদায় নিতে পারে না। সেখানে এই তরুণেরা যা করে দেখাল তা সত্যিই প্রশংনীয়। আমিও সেই ইতিহাসের স্বাক্ষী হয়ে রইলাম। যেখানে মানুষ দিনদিন অনিয়মের সংঘাতের দিকে ধাবিত হচ্ছে সেখানে এই বিদ্যালয়টি একটি আলোর প্রদীপ। এটি এলাকার সম্পদ। এ রকম উদ্যোগকে স্বাগত জানাই। আসুন আমরা সবাই মিলে স্কুল করি। আমরা নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তুলি। যে যেখানে আছি, শুধু রাজনীতি করলে হবে না। নির্বাচনে জয়ী যে কেউ হতে পারে। চেয়াম্যান যে কেউ হতে পারে কিন্তু আমাদের ইতিহাস গড়তে হবে। যারা এই এলাকায় চেয়ারম্যান ছিলেন, সেটি ইতিহাস নয়। যারা এই প্রতিষ্ঠান করেছেন তারা ইতিহাসের অংশ হয়ে থাকবেন।
বক্তব্যে সাংসদ কমল এ বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য এপ্রিল মাসের মধ্যে দুই লক্ষ টাকা এবং চলতি বছরের মধ্যে আরও তিন লক্ষ টাকা অনুদান প্রদানের ঘোষনা দেন।
কক্সবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ ছলিমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পানির ছড়া এস এইচ ডি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আবদুল হালিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রশিদনগরের কৃতি সন্তান কক্সবাজার সরকারি কলেজের সহকারী অধ্যাপক সুলতান আহমদ, কক্সবাজার সরকারি কলেজের প্রভাষক শেখ দিদারুল আলম, রশিদনগর নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমিজ আহমদ, রশিদনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বজল আহমদ বাবুল, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মিজানুল করিম, সাবেক ইউপি সদস্য এম,ডি শাহ আলম, ইউপি সদস্য বদিউল আলম, পানির ছড়া এসএইচডি মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য নুরুল আমিন ও ওমর শওকত।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকলীগ নেতা মিজানুল করিম বিদ্যালয়ের ২০জন গরীর ও মেধাবী ছাত্র-ছাত্রীদের ৫০০টাকা করে অনুদান প্রদান করেন।
পানির ছড়া এস এইচ ডি মডেল হাই স্কুল প্রতিষ্ঠাতা সদস্য মহি উদ্দিন ও এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা মাষ্টার ফরিদ আহমদ, জোয়ারিয়ানালার আওয়ামীলীগ নেতা কামাল সামশুদ্দিন আহমেদ প্রিন্স ও আবছার কামাল সিকদার, রশিদনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সায়েম মোহাম্মদ শাহীন, ভারুয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মঈন উদ্দিন, ঈদগাও এর আওয়ামীলীগ নেতা হুমায়ন তাহের হিমু, রশিদনগর আওয়ামীলীগ নেতা আবদু সালাম সওদাগর, যুবলীগ নেতা উত্তম মাহাজান, মহিলা ইউপি সদস্য গুন নাহার, জোয়ারিয়ানালা ইউনিয়ন যুবলীগ সভাপতি এসএম জাবেরুল আলম, পানির ছডা এস এইচ ডি মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য এস এম হেলাল উদ্দিন, বোরহান উদ্দিন, নুরুল ইসলাম, মোহাম্মদ সেলিম, মৌলানা শফিউল আলম, বদিউল আলম।
অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রীরা ও উপস্থিত ছিলেন।