হাফিজুল ইসলাম চৌধুরী :
‘একজন বন্ধু, দুটি গাছ’ স্লোগান নিয়ে কক্সবাজার সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি আরম্ভ হয়েছে। সারা দেশের সঙ্গে মিল রেখে প্রথম আলো বন্ধুসভা কক্সবাজার জেলা শাখা-এই কর্মসূচির আয়োজন করেন।
শনিবার (২২ জুলাই) বেলা সাড়ে ১২টায় কর্মসূচির উদ্বোধন করেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ফজলুল করিম চৌধুরী।
এসময় তিনি বলেন, ‘পরিবেশকে বাঁচাতে ও আগামী প্রজন্মকে সুন্দর অনাবিল বসবাসযোগ্য পৃথিবী উপহার দিতে হলে- বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রথম আলো বন্ধুসভার সদস্যরা, এটি একটি মহতি উদ্যোগ হাতে নিয়েছে। তাঁরা ধন্যবাদ পাওয়ার যোগ্য।’
কর্মসূচিতে অংশ নেন, সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগ প্রধান গিয়াস উদ্দিন, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মুজিবুল হক, ইংরেজি বিভাগের প্রভাষক মিঠুন চক্রবর্তী, জেলা বন্ধুসভার সভাপতি কাজি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী, জেলা বন্ধুসভার সহসভাপতি আরিফুর রহমান, শাওলিন সুষ্মিতা শশী, সরকারি কলেজ বন্ধুসভার সাধারণ সম্পাদক এহেসানুর রহমান ইমন, মহিলা কলেজ সাধারণ সম্পাদক রাহিমা আক্তার খুশি, যুগ্ম সাধারণ সম্পাদক কনিকা আক্তার, জেলা বন্ধুসভার সদস্য ইনজামামুল হক, সাফকাত শাহরিয়ার, তাসলিম জাহান মীম, সায়মা তাহের শোভন, সাদ্দাম হোসাইন, কায়সার হামিদ, অর্পা দাশ, নাজমুন মাহি, শবনম রনি, ইনজামাম উল হক চৌধুরী প্রমূখ।
জেলা বন্ধুসভার সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল বলেন, গত বৃহস্পতিবার কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এবং শনিবার কক্সবাজার সরকারি কলেজে
ফলদ, বনজ, ঔষধিসহ ৯ প্রজাতির প্রায় দুশতাধিক চারা গাছ রোপণ করা হয়েছে। ধাপে ধাপে কক্সবাজার সরকারি মহিলা কলেজ, সিটি কলেজ, সরকারি উচ্চবিদ্যালয়সহ নানা শিক্ষা প্রতিষ্ঠানে হরেক প্রজাতির চারা গাছ রোপণ করা হবে।