আমাদের রামু রিপোর্ট:
কক্সবাজারের রামুতে দুই সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক সৈকত পত্রিকার রামু প্রতিনিধি নুরুল ইসলাম সেলিম ও দৈনিক সমুদ্রকন্ঠের রামু প্রতিনিধি আবুল কাশেম সাগর এই হামলার শিকার হন।
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তারা অতর্কিতভাবে এই সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলে আহতদের ভাষ্য।
শনিবার (২২ জুলাই) রামুর দক্ষিণ মিঠাছড়ি পানেরছড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। আহত সাংবাদিক সেলিম ও সাগর বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ সময় নগদ টাকা, মোবাইল ফোন, হাতঘড়ি, স্বর্ণের আংটি লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এছাড়াও হামলাকারীরা তাদের ব্যবহৃত মটর সাইকেল দুটি ভেঙে গুড়িয়ে দেয় বলে আহতদের ভাষ্য।
এদিকে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রামুর সাংবাদিক সমাজ।
এ হামলার তীব্র প্রতিবাদ ও জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন রামু প্রেসক্লাব ও রামু উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।
বিবৃতিদাতা হলেন রামু প্রেস ক্লাবের আহবায়ক এস এম স্বদেশ শর্মা, বাংলানিউজ ২৪ ডটকমের ব্যুরো চীফ তপন চক্রবর্তী, প্রতিষ্ঠাতা সভাপতি আমীর হোছাইন হেলালী, রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাংগঠনিক ও প্রচার সম্পাদক এস মোহাম্মদ হোসেন, অর্থ সম্পাদক দীপক বড়ুয়া ও সদস্য দর্পণ বড়ুয়া, রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক সমকালের রামু (কক্সবাজার) প্রতিনিধি খালেদ শহীদ, রামু প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, দৈনিক পূর্বকোণ রামুর নিজস্ব সংবাদদাতা নীতিশ বড়ুয়া, রামু প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি দৈনিক সুপ্রভাত বাংলাদেশের রামু প্রতিনিধি এইচ বি পান্থ, রামু প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক,মাছরাঙ্গা টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি সুনীল বড়ুয়া, রামু প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক দৈনিক ইনকিলাবের রামু(কক্সবাজার)সংবাদদাতা এম আব্দুল্লাহ আল মামুন,দৈনিক বাঁকখালীর রামু প্রতিনিধি খালেদ হোসেন টাপু, দৈনিক কক্সবাজার রামুর ষ্টাফ রিপোর্টার সোয়েব সাঈদ, দৈনিক আজকের দেশবিদেশ রামুর নিজস্ব প্রতিবেদক আল মাহমুদ ভুট্টো, দৈনিক হিমছড়ি রামুর নিজস্ব প্রতিবেদক ওবাইদুল হক নোমান, দৈনিক দৈনন্দিনের রামু প্রতিনিধি আবুল কাশেম, দৈনিক কক্সবাজার বাণীর রামু প্রতিনিধি হাসান তারেক মুকিম, এটিএন নিউজের জেলা প্রতিনিধি অর্পন বড়ুয়াসহ, আবু বক্কর ছিদ্দিক, মুহাম্মদ আবুল মঞ্জুর, গোলাম মওলা, আহমদ সৈয়দ ফরমান, মোঃ নাছির উদ্দিন ও নুর মোহাম্মদ প্রমুখ ।
বিবৃতিদাতারা আগামী ২৪ ঘন্টার আলটিমেটাম জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতারে প্রশাসনের প্রতি দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।