হাফিজুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার
আমাদের রামু ডটকম :
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেণ সিকদার বলেছেন, বাংলাদেশ ক্রীড়ার ক্ষেত্রে অনেক দূর এগিয়েছে। ক্রিকেটে বিশ্বের অনেক শক্তিশালী দেশও টাইগারদের সাথে পেরে উঠছে না। ক্রীড়া জগৎ এ বাংলাদেশ এখন একটি আলোচিত নাম। এ অর্জন সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বদান্যতায়। উনার সুদক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এ দেশ এখন আর অবহেলার নয়। বাংলাদেশ এখন সফলতা ও উন্নয়নের দেশ।
শুক্রবার ৮ এপ্রিল সন্ধ্যায় কক্সবাজারের রামুর কচ্ছপিয়ায় জয়নাল মেম্বার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, ক্রীড়া জাতির ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে। সুতরাং মেধা বিকাশে খেলাধুলার কোন বিকল্প নেই। খেলা ধুলার মাধ্যমে বাংলাদেশ আজ বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে হরিলুটে ব্যস্ত থাকে। আর আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এলে দেশে উন্নয়ন হয়। তাই উপস্থিত হাজার হাজার জনতাকে আগামী সংসদ নির্বাচনে কক্সবাজারের রামুর জনপ্রিয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের পক্ষ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।
কেউ তিন একর জমি দান করলে কচ্ছপিয়ায় ওই মহৎ ব্যক্তির নামে একটি মিনি ফুটবল স্টেডিয়াম নির্মাণের প্রতিশ্রুতিও দেন প্রধান অতিথি।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে কক্সবাজার-রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেন, বর্তমান সরকারের রাষ্ট্র পরিচালনায় সফলতা আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে। পাশাপাশি প্রত্যেক ধর্মের মানুষ নিজস্ব ধর্মীয় অনুভূতির মাধ্যমে নিজ নিজ ধর্মকর্ম সম্পন্ন করার সুযোগ লাভ করেছে। যে কারণে সরকার প্রধান তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। জঙ্গিবাদী ও তাদের দোসরদের যাবতীয় ষড়যন্ত্র প্রতিহত করে বিচক্ষণতার সাথে তিনি দেশকে ধাপে ধাপে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
তিনি আরও বলেন, আন্তর্জাতিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মাননা পুরস্কার লাভ করে দেশের ভাবমূর্তিকে বিদেশিদের কাছে উজ্জ্বল করে তুলেছেন। ফলে মানুষ পাচ্ছে সুখ-শান্তি এবং দেশ এগিয়ে যাচ্ছে অগ্রগতি ও সমৃদ্ধির পথে। এক্ষেত্রে একান্ত প্রয়োজন দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার। তাই আগামী ইউপি নির্বাচনে কচ্ছপিয়ায় নৌকার প্রার্থীকে জয়যুক্ত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা কাজী, সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) আবদুল মালেক মিয়া, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর প্রমূখ।
কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়ার প্রানবন্ত পরিচালনায় এসময় জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানের পাশাপাশি সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে টুর্ণামেন্টের ফাইনাল খেলায় গতবারের চ্যাম্পিয়ন কচ্ছপিয়া রিক্সাচালক সমবায় সমিতিকে ১-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে রামু দূরন্ত মন্ডলপাড়া খেলোয়াড় একাদশ। দলের পক্ষে একমাত্র জয় সূচক গোলটি করেন আরিফ। এরই সুবাদে সেরা খেলোয়াড়ের পুরস্কারও পান তিনি। সেরা গোলরক্ষক এর পুরস্কার পান চ্যাম্পিয়ন দলের ছোটন।
ম্যান অব দা সিরিজ জিতে নেন একই দলের মোঃ আশেক।
চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রপি সহ পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
উল্লেখ্য, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেণ সিকদার ও সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের আগমন উপলক্ষে পুরো ইউনিয়ন জুড়ে ছিল উৎসবের আমেজ। প্রিয় নেতাদেরকে বরণ করতে কচ্ছপিয়াবাসী বিভিন্ন প্লেকার্ড, ফেস্টুণের পাশাপাশি নির্মাণ করেন অর্ধশতাধিক তোরণ।