শহিদুল ইসলাম, উখিয়া।
উখিয়ার থাইংখালী তেলখোলা সড়কে যাত্রী হয়রানি চরম আকার ধারন করেছে। গ্রামীণ সড়কে চলাচলরত সকল যানবাহন থেকে নিয়মিত জোরপূর্বক চাঁদা আদায় করতে নেমেছে একটি সংঘবদ্ধ চক্র।
কোন সমিতি বা পুলিশের ব্যানারে না থাকলেও চাঁদাবাজ চক্রটি জোরপূর্বক গাড়ী চালকদের নিকট থেকে বিনা বাঁধায় চাঁদা আদায় করে চলছে। এ ঘটনায় চাঁদাবাজদের সাথে গাড়ী চালকদের অনেক সময় তর্ক-বিতর্ক ও হাতা-হাতির ঘটনা ঘটে।
স্থানীয় লাইনম্যান নুর আহাম্মদ প্রভাব বিস্তার করে গাড়ী চালকদের নিকট থেকে এ চাঁদা আদায়ের নেপথ্যে জড়িত রয়েছে বলে জানা গেছে।
১০এপ্রিল রোববার একাধিক গাড়ী চালক চাঁদাবাজ নুর আহাম্মদের অত্যাচার, নির্যাতন সইতে না পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন এর কার্যালয়ে গণস্বাক্ষর সংবলিত একটি অভিযোগ দাখিল করেছেন। বিশেষ করে চাঁদাবাজ চক্রটির বরযাত্রী গাড়ী, জানাযার গাড়ী, জনসভার গাড়ী, রোগী বহন গাড়ীসহ সড়কে প্রতিনিয়ত চলাচলরত যানবাহন থেকে এ চাঁদা আদায় করা হয়ে থাকে।
তাছাড়া ডাকাত কবলিত অঞ্চল হিসেবেও এ এলাকার মানুষ প্রায় সময় আতংকে থাকে।
স্থানীয় ইউপি মেম্বার মানিক চাকমা বলেন, গাড়ী চালকদের এ অভিযোগ দীর্ঘদিনের। আমাদের কোন নিদের্শ বা আদেশ কোনটাই কর্ণপাত করে না সংঘবদ্ধ এ চাঁদাবাজ চক্র।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন ঘটনার অভিযোগ আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা নিতে হাইওয়ে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।